বাদশা মিয়া -এর স্বাবলম্বি আবেদন
- Issue ID202205071557115
- StatusOngoing
- Total Donors1
আমি বাদশা মিয়া পিত মৃত মফিজউদ্দিন চোর ফলিসাবাড়ী ,মোগলহাট ,সদর লালমনিরহাট নিবাসি। আমি বেকার প্যারালিসিস আক্রান্ত। আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছি। আমার স্ত্রীর আয় দিয়ে সংসার অনেক কষ্টে চলছে। আমার মেয়ের বিবাহর দিন নির্ধারণ করাহয়েছে। কিন্তু বিবাহের খরচ বহন করার আমার কোনো উপায় নাই। ট্রাস্টের নিকট আকুল আবেদন বিবাহ উপযুক্ত মেয়েকে বিবাহ সম্পাদন করার মত সহযোগিতা কামনা করছি এবং আমি স্বাবলম্বি হতে চাই।