নাসিমার স্বাবলম্বি আবেদন
- Issue ID202204280010444
- StatusOngoing
- Total Donors1
- Deadline Over 37
আমি মোসাম্মৎ নাসিমা খাতুন পিত মৃত শহিদুল ইসলাম স্যাংরশিপাড়া , মোরদহ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ নিবাসি। আমার স্বামী গত প্রায় ৯ বছর পূর্বে মৃত্যুবরণ করেছে। ৬ শতক জায়গার উপর একটি ছাপড়া ঘরে ছেলে - মেয়ে নিয়ে থাকি। মানুষের বাড়িতে কাজকরে যা উপার্জন করি তা দিয়ে খুব কষ্টে সংসার চলছে। ট্রাস্ট এর নিকট আকুল আবেদন যদি আমাকে স্বাৱলম্বি হওয়ার জন্য কিছু অনুদান প্রদান করাহয় তাহলে সন্তানদের নিয়ে আমি আমাদের পরিবারের আয়ের উন্নতি করে স্বাবলম্বি হতেপারব।