+880-1678-128-527 +880-1794-281-898
info@sadaqah-trust.org
|General Donate|    
|Pay Zakat|

Help for the Poor affected in Covid 19 Pandemic

Cause progress
65%
Raised BDT 194500
Goal BDT 300000
Eligible for Zakat
Al Sadqah Owned
  • Issue ID202004092041247
  • StatusOngoing
  • Total Donors10
  • Deadline Over 1420

করোনা- বর্তমানে সারা বিশ্বের কাছে যেমন এক আতংকের নাম, তেমনি বাংলাদেশেও এর বিস্তার হু হু করে বেড়েই চলেছে। চারদিকে যখন আক্রান্তের সংখ্যা কয়েক গুন আকারে বাড়ছে, তখন দেশের পরিস্থিতির কথা কারোর ই অজানা নয়।

এ্ই মহামারি করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা অনেকেই বাসায় নিত্য প্রয়োজনীয় জিনিস চাহিদার চেয়েও বেশি যোগার করে রেখেছি। ★আলহামদুলিল্লাহ্★ আল্লাহ্ আমাদের অনেককেই সেই সামর্থ্য দান করেছেন। কিন্তু অনেক দিনমজুর, অনেক অসহায়, অনেক অসচ্ছল গরীব মানুষ আছে যাদের এখন অনেক দুদিন। এই সময়  মানুষের জন্য কিছু করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

আপনার জাকাতের টাকা থেকেও এতে অংশগ্রহণ করতে পারেন যা আমরা জাকাতের বিধান অনুযায়ী প্রদান করবো।

সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করি। আপনার একটু সাহায্য হয়তো একটি মানুষের আহারের ব্যবস্থা হয়ে যাবে।

11/04/2020 এর আপডেট:

আলহামদুলিল্লাহ আমরা গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহ বাপী আমাদের কার্যক্রম চালিয়েছি এবং ইতিমধ্যে ১৪৭ টি পরিবারকে সহায়তা দিয়েছি যার মধ্যে ২৪ টি পরিবারকে নগদ উপহার এবং ১২৩  টি পরিবারকে খাদ্য প্যাকেজ উপহার দেওয়া হয়েছে।

যেহেতু এই পরিস্থিতি আরো দীর্ঘস্থায়ী হচ্ছে তাই আমরা আসন্ন ঈদের আগে আরো অনেক বেশী মানুষকে সহায়তা দেবার পরিকল্পনা করছি।

আমাদের সাথে থাকার জন্যে সবাইকে অশেষ ধন্যবাদ।

  • আলহামদুলিল্লাহ আমরা গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহ বাপী আমাদের কার্যক্রম চালিয়েছি এবং ইতিমধ্যে ১৪৭ টি পরিবারকে সহায়তা দিয়েছি যার মধ্যে ২৪ টি পরিবারকে নগদ উপহার এবং ১২৩  টি পরিবারকে খাদ্য প্যাকেজ উপহার দেওয়া হয়েছে।যেহে